ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ফের করোনা আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

আরটিভি নিউজ

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:২৬ এএম


loading/img
ফাইল ছবি

ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিজ্ঞাপন

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. রাকিবুল ইসলাম। এ ছাড়া প্রতিমন্ত্রী তার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক লেখেন, আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী লেখেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

 

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গত বছরের জানুয়ারির ৫ তারিখে দুই ছেলেসহ করেনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন পলক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |