ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কারাগারগুলোতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ২১৬২ জন

আরটিভি নিউজ

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

দেশের বিভিন্ন কারাগারে মোট ২১৬২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বন্দি রয়েছেন। এর মধ্যে পুরুষ বন্দি ২০৯৯ জন এবং নারী ৬৩ জন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের ১ নভেম্বরে তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশের কারাগারগুলোতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের জন্য সেলের সংখ্যা মোট দুই হাজার ৬৫৭টি। এর মধ্যে পুরুষের জন্য দুই হাজার ৫১২টি। আর নারীদের জন্য ১৪৫টি। সবচেয়ে বেশি সেল রয়েছে ঢাকা বিভাগে। বিভাগটির মোট এক হাজার ৮৪টি সেলের মধ্যে বন্দি রয়েছেন ১২৯৫ জন। আর সর্বনিম্ন সেল রয়েছে ময়মনসিংহ বিভাগে। ওই বিভাগে ৫৪টি সেলের মধ্যে মোট বন্দি রয়েছেন মাত্র পাঁচজন।

বিজ্ঞাপন

২০২১ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনজন কয়েদি। আদালতে রিট আবেদনটি করেন চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কারাগারে থাকা সুনামগঞ্জের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম। পরে দেশের সব কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ও কনডেম সেলের সংখ্যাসহ কনডেম সেলের সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রতিবেদন দিতে বলেন হাইকোর্ট। সোমবার প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করা হয়েছে।

তবে এদিন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সেলের ভিতরে কী কী ব্যবস্থাপনা আছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়ে রিপোর্ট দিতে বলেছেন। একই সঙ্গে পরবর্তী আদেশের জন্য ৪ এপ্রিল দিন রেখেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |