ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

১৩তম বিজেএস নির্বাহী পরিষদের সভাপতি মোস্তানছির, সম্পাদক হুমায়ূন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:১৬ পিএম


loading/img

১৩তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের (বিজেএস) সভাপতি নির্বাচিত হয়েছেন রংপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ মো. মোস্তানছির রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ হুমায়ূন কবির।

বিজ্ঞাপন

২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২ দিন ব্যাপী অনলাইনের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটাররা ইমেইলের মাধ্যমে ভোট দেন। তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত কমিশন এই নির্বাচন পরিচালনা করেন। ২৭ তারিখ দিবাগত রাত সোয়া ১২ টায় নির্বাচনের ফল প্রকাশ করা হয়। 

নির্বাহী পরিষদে যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তুহিনুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মুসতানসীর হাসান চৌধুরী, আব্দুল হান্নান আফনান, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক আকিব মাহমুদ নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

সভাপতি এবং তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজনকে নির্বাচিত ঘোষণা করা হয়। 

সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আরিফুল ও মো. আরেফিন রহমান সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচিত নির্বাহী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাহী কমিটি পরবর্তী মিটিং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

নির্বাচন কমিশন, গঠনতন্ত্র প্রণয়ন কমিটি, প্রার্থী ও ভোট প্রদানকারী সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত সভাপতি মোস্তানছির রহমান বলেন, ন্যায়বিচার নিশ্চিতকরণে সার্ভিসের সদস্যদের অধিকার ও মর্যাদা সংরক্ষণে এবং সোনার বাংলা বিনির্মাণে সুশাসন প্রতিষ্ঠায় আমরা একসাথে কাজ করবো।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বলেন, ‘সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা সম্মানিত করেন, যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন। তাই সর্ব প্রথম মহান সৃষ্টিকর্তার প্রশংসা জ্ঞাপন করছি। এসোসিয়েশনের সকল সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে আমি সর্বদা পাশে থাকতে বদ্ধপরিকর। বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে কার্যনির্বাহী সদস্যদের সাথে নিয়ে কাজ করে যাবো। ইনশাআল্লাহ।’

নির্বাচিত প্রত্যেক সদস্য দেশের বিভিন্ন আদালতে বিচারকের দায়িত্ব পালন করছেন। দুই বছরের জন্য নির্বাচিত এই কমিটি ১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |