ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

‘অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোর কাজ দ্রুত শেষ করা জরুরি’

আরটিভি নিউজ

বুধবার, ০১ মার্চ ২০২৩ , ০৮:৩৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেছেন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত শেষ করা জরুরি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শিল্প ভবনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

ঢাকা চেম্বারের সভাপতি বলেন, পণ্য রপ্তানি বৃদ্ধিতে আমাদের উদ্যোক্তাদের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ জন্য এলডিসি পরবর্তী সময়ে সম্ভাব্য বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়নে সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তা একান্ত আবশ্যক। এলডিসি উত্তর সময়ে স্থানীয় শিল্পখাতের প্রস্তুতির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ বিদ্যমান নীতি যেমন-এসএমই নীতি ২০১৯, শিল্পনীতি ২০২২-এর প্রয়োজনীয় সংস্কার অপরিহার্য।

বিজ্ঞাপন

এ সময় দেশের সিএমএসএমই খাতের সার্বিক বিকাশের লক্ষ্যে এসএমই সংজ্ঞা পুননির্ধারণ করার প্রস্তাব করেন ডিসিসিআই সভাপতি। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং যশোর জেলায় সরকারের নেওয়া ১০টি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পপার্ক প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক হালাল পণ্যের বাজার প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার। বিএসটিআই সনদের আন্তর্জাতিক স্বীকৃতিসহ হালাল খাদ্যপণ্য, পানীয়, কসমেটিকস প্রভৃতি পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |