ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ডিআইজি মিজানসহ ৪ জনের মামলার সাক্ষ্য পেছাল

আরটিভি নিউজ

রোববার, ০৫ মার্চ ২০২৩ , ০২:৫১ পিএম


loading/img
ফাইল ছবি

দুদকের মামলায় বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে।

বিজ্ঞাপন

সাক্ষী উপস্থিত না হওয়ায় দুদকের আবদনে রোববার (৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন আগামী ১২ এপ্রিল নতুন দিন ধার্য করেন।

আসামিরা হলেন মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, মাহবুবুর রহমান ও  মাহমুদুল হাসান। এরমধ্যে সোহেলিয়া আনার রত্না ও মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, এই মামলায় এখন পর্যন্ত চার্জশিটভূক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে তাদের মামলাটি করেন।

২০২০ সালের ২০ অক্টোবর ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |