ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

এনবিআর চেয়ারম্যান কি নিজেকে সম্রাট ভাবেন : হাইকোর্ট

আরটিভি নিউজ

রোববার, ০৫ মার্চ ২০২৩ , ০৮:৪০ পিএম


loading/img
ফাইল ছবি

ই-অরেঞ্জ থেকে রাজস্ব আদায়ের প্রতিবেদন জমা না দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের (এনবিআর) ওপর উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, তিনি (এনবিআর চেয়ারম্যান) কেন আদালতের আদেশ অনুসরণ করছেন না? তিনি কি নিজেকে সম্রাট ভাবেন?

বিজ্ঞাপন

রোববার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

গত ২৯ জানুয়ারি হাইকোর্ট শুনানি নিয়ে ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ এবং ই-অরেঞ্জের লেনদেনের বিপরীতে রাজস্ব আদায় বিষয়ে জানাতে স্বরাষ্ট্র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বিবাদীদের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় রোববার বিষয়টি শুনানিতে ওঠে।

বিজ্ঞাপন

আদালতে এদিন রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. আবদুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। আর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পক্ষে ছিলেন আইনজীবী শামীম খালেদ আহমেদ।

রিট আবেদনকারীদের আইনজীবী এম আবদুল কাইয়ুম লিটন বলেন, আদেশ প্রতিপালনের জন্য সময় চাইলে আদালত সময় দিতে পারেন। জাতীয় রাজস্ব বোর্ড তথা এনবিআরের চেয়ারম্যান প্রতিবেদন দাখিল করেননি। শেখ সোহেল রানার (বরখাস্ত পুলিশ পরিদর্শক) বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোল কিছু তথ্য জানতে চেয়েছে, যা পরে দেওয়া হয়নি বলে রাষ্ট্রপক্ষের হলফনামায় দেখা যাচ্ছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ সোহেল রানার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে, যার নম্বরও উল্লেখ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের রিপোর্ট পাইনি।

বিজ্ঞাপন

এ সময় আদালত জিজ্ঞাস করেন, ‌‌‘এনবিআরকে জানিয়েছিলেন কি?’ হ্যাঁ সূচক জবাব দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বারবার অনুরোধ করা হয়েছে। তবে গুরুত্ব দেখা যাচ্ছে না।’ 

বিজ্ঞাপন

একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, আমরা শেষ সুযোগ দিলাম। এবার প্রতিবেদন না দিলে ডাকা হবে। যে তথ্য চাওয়া হয়েছে, তা দিতে এনবিআর চেয়ারম্যানকে বলবেন।

পরে এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য আগামী ২৭ মার্চ দিন ঠিক করেন আদালত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |