ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

হাইকোর্টে জামিন পেলেন বজলুর রশীদ

আরটিভি নিউজ

বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ , ০২:৪৪ পিএম


loading/img

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বুধবার (৫ এপ্রিল) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ বজলুর রশীদকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জামিন দেন। 

এর আগে, গত বছরের ২ নভেম্বর বজলুর রশীদ পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। আদালত তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২০ অক্টোবর বজলুর রশীদকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন দুপুরেই তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ২০২০ সালে বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের ২৩ অক্টোবর বজলুর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |