ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‘র‌্যাবকে নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন ভিত্তিহীন’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ , ০৯:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

র‌্যাবকে নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ দাবি করেন।

তিনি বলেন, প্রতিবেদনটিতে র‌্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভিযোগ তোলা হয়। একইসঙ্গে উচ্চপদস্থ রাজনীতিবিদরা রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে র‌্যাবকে ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়। অথচ, এসব অভিযোগ সবই ভুয়া, অসত্য ও ভিত্তিহীন।

বিজ্ঞাপন

সেহেলী সাবরীন বলেন, র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা হচ্ছে না। র‌্যাব দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে, করে যাচ্ছে। 

তিস্তায় খাল খননের বিষয়ে তিনি বলেন, তিস্তা থেকে পানি প্রত্যাহারের জন্য নতুন করে দুটি খাল খনন নিয়ে বিস্তারিত তথ্য জানতে দিল্লিকে দেওয়া কূটনৈতিক পত্রের (নোট অব ভারবাল) জবাব এখনও আসেনি। 

দুবাইয়ে পলাতক আসামি আরাভ খানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আরাভ খানকে দেশে ফেরাতে তার ফাইল সত্যায়ন করে ঢাকার সংযুক্ত আরব আমিরাতের মিশনে পাঠানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |