ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মহানবিকে নিয়ে কটূক্তি, কলেজছাত্রীর আড়াই বছর কারাদণ্ড

আরটিভি নিউজ

বুধবার, ১০ মে ২০২৩ , ০৫:৩৬ পিএম


loading/img

মহানবিকে নিয়ে কটূক্তি করায় ইসরাত জাহান রেইলি (২৩) নামে এক কলেজছাত্রীকে ২ বছর ৭ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

বুধবার (১০ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ আদেশ দেন। 

আসামি ইসরাত জাহান রাজধানীর বেগম বদরুন্নেছা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

বিজ্ঞাপন

এর আগে, এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সে আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আসামির ছোট একটি সন্তান রয়েছে। এ ছাড়া আসামি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করায় আদালত তার কারাবাসের মেয়াদ ২ বছর সাত মাসকে কারাদণ্ড ধরে রায় দিয়েছেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফেসবুকে মহানবিকে (সা.) নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ৬ নভেম্বর ইসরাতকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। ওই ঘটনায় রাজধানীর দারুসসালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ২০২২ সালে এ মামলায় চার্জশিট দাখিল হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |