ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

‘নোবেলকে মাদক দিতেন নারী এয়ার হোস্টেস’

আরটিভি নিউজ

রোববার, ২১ মে ২০২৩ , ০২:২১ এএম


loading/img
ফাইল ছবি

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে এক নারী এয়ার হোস্টেস মাদক সরবরাহ করতেন বলে জানিয়েছেন তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।

বিজ্ঞাপন

শনিবার (২০ মে) প্রতারণার মামলাসহ একাধিক অভিযোগে নোবেলকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সালসাবিলও।

গণমাধ্যমকে তিনি বলেন, নোবেল যেই মাদকচক্রের ফাঁদে পড়েছেন, তাদের মধ্যে একজন নারী এয়ার হোস্টেস রয়েছেন। যিনি নোবেলের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সব ধরনের মাদক সরবরাহ করতেন। 

বিজ্ঞাপন

সালসাবিল জানান, এসব বিষয়ে তিনি কথা বললেই তাকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হতো। বারবার চেষ্টা করলেও নোবেলকে মাদক থেকে ছাড়াতে পারেননি তিনি। তাই কিছুদিন আগে নোবেলের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। 

তিনি বলেন, আমি চাই নোবেল সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আবারও সংগীতচর্চা করুক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |