ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

তারেক-জোবায়দার মামলায় সাক্ষ্য দিতে আদালতে হুদা

আরটিভি নিউজ

রোববার, ২১ মে ২০২৩ , ০১:৩৭ পিএম


loading/img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা।

বিজ্ঞাপন

রোববার (২১ মে) ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হন তিনি। দুপুরের দিকে বিচারক মো. আছাদুজ্জামান সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা রয়েছে। 

এর আগে, গত ১৩ এপ্রিল তারেক ও জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে ব্যক্তিগত আইনজীবী থাকছে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক, জোবায়দা ও সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। এরপর ২০০৯ সালে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 

গত বছরের ১ নভেম্বর এই তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি তারেক-জোবায়দার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |