ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৪ মে ২০২৩ , ০৪:৫৬ পিএম


loading/img
ফাইল ফটো

সমাজে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী নানাভাবে বঞ্চনার শিকার। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কোথাও নূন্যতম অধিকার বাস্তবায়ন হয় না। তাদের সুরক্ষায় কোনো আইনি কাঠামো নেই। অবস্থা পরিবর্তনে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এক কর্মশালার বক্তারা।

বিজ্ঞাপন

তারা বলেন, স্বল্প-মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

গতকাল বুধবার গাজীপুরের ছুটি রিসোর্টে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মিডিয়া অ্যাডভোকেসি প্ল্যানিং ওয়ার্কশপটিতে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও আয়োজক সংস্থার প্রোজেক্ট কো-অর্ডিনেটর আরিফ হাসান।

বিজ্ঞাপন

প্রবন্ধ উপস্থাপনকালে রোবায়েত ফেরদৌস বলেন, বাংলাদেশ কোনো মনোলিথিক রাষ্ট্র নয়; এটি একটি বহুজাতি, বহুধর্ম, বহুলিঙ্গ ও বহুসংস্কৃতির বৈচিত্রপূর্ণ রাষ্ট্র। রাষ্ট্র পরিচালনায় ও সংবিধানের ভেতরে এই বহুত্ববাদী নীতির প্রতিফলন থাকতে হবে। এই বহুত্ববাদই ‘বিউটি অব ডেমোক্রেসি’-গণতন্ত্রের আসল সৌন্দর্য। কাজেই রাষ্ট্রকে কেবল ধর্মনিরপেক্ষ হলেই চলবে না, একে জাতিনিরপেক্ষ, ভাষানিরপেক্ষ, লিঙ্গনিরপেক্ষ ও যৌননিরপেক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

তিনি আরও বলেন, সবার অধিকার আছে নিজের জেন্ডার বা লিঙ্গ পরিচয় বেছে নেওয়ার এবং এই যৌনপ্রবণতা ও লিঙ্গ পরিচয়ের কারণে সমাজ ও রাষ্ট্রে কাউকে বৈষম্য করার কোনো সুযোগ নেই। লিঙ্গ, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে প্রত্যেক মানুষেরই মৌলিক মানবাধিকার রয়েছে এবং কোনো অবস্থাতেই সে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। বঞ্চিত করা হলে তা হবে মানবাধিকারের লঙ্ঘন।

বিজ্ঞাপন

আরিফ হাসান বলেন, মানবাধিকার রক্ষায় ট্রান্সজেন্ডার ও হিজড়াদের মূল্যায়ন করতে হবে। মনস্তাত্ত্বিকভাবে মানুষ নিজেকে যে লিঙ্গের অনুভব করেন, এর অধিকার দিতে হবে।

শুভেচ্ছা বক্তব্যে কার্যক্রম সমন্বয়ক এ কে এম আনিসুজ্জামান বলেন, মানবাধিকার রক্ষায় সকলের দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, সাধারণ মানুষ গণমাধ্যমের কথা বিশ্বাস করে। এতে জেন্ডার ডাইভার্সিটি সম্প্রদায়ের যারা আছেন- যেমন ট্রান্স উইমেন, ট্রান্স ম্যান, হিজড়া তাদের অধিকার রক্ষা হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংস্থার লিড অব কমিউনিকেশন রুহুল রবিন, লিয়াজো অফিসার তানিশা ইয়াসমিন চৈতি প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |