ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ট্যাম্পাকোতে আরো ৪ লাশ, মৃত বেড়ে ২৯

রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬ , ০৭:২৯ পিএম


loading/img

টঙ্গীর ট্যাম্পাকো কারখানা থেকে আরো ৪ জনের মৃতদেহ উদ্ধার করলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯।

বিজ্ঞাপন

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম রোববার সন্ধ্যায় এ তথ্য জানান।

বললেন, কারখানার ছাদের ধসে পড়া অংশ সরানোর পর লাশগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওই কারখানার ৯ জন শ্রমিক-কর্মচারী নিখোঁজ রয়েছেন। তবে ওই তালিকায় এই ৪ জনের নাম ছিল কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোশাররফ হোসেন জানান, কারখানার কিছু অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই সব জায়গায় ডাম্পিং করা হচ্ছে। আর যেসব স্থানে ধোঁয়া বের হচ্ছে, সেগুলো নেভানোর কাজ চলছে। গাজীপুর সিটি করপোরেশনের কর্মী, ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।

টঙ্গীর বিসিক শিল্প নগরীর ওই কারখানায় শনিবার সকালে আগুন লাগে। এতে এদিনই ২৪ জনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় দগ্ধ রিপন দাস (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে  মারা যান। আর বিকেলে ৪ জনের লাশ উদ্ধার করা হলো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |