ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার বক্তব্যে একমত জাতিসংঘ : ফিলিপ্পো গ্র্যান্ডি

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭ , ০৭:০৮ পিএম


loading/img

রোহিঙ্গা সমস্যা শুরু করেছে মিয়ানমার এবং সমাধানও তাদেরই করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন যে রোহিঙ্গাদের নিজ দেশে অবশ্যই ফিরে যেতে হবে। তার সঙ্গে একমত জাতিসংঘ।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এসব কথা বলেন।

ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, মিয়ানমারের ভেতরে রোহিঙ্গাদের জন্য সেইফ জোন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে হবে মিয়ানমার সরকারকে। অন্যথায় নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ লাগবে, যা একটি জটিল বিষয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিনি বলেন, সবার আগে রাখাইনে সন্ত্রাস বন্ধ করতে হবে। সীমান্তের মাইন অপসারণ করতে হবে। আমরা রাখাইন প্রদেশে স্বাভাবিক নিরাপত্তা চাই। এটা ছাড়া সেখানে কেউ ফিরবে না। তারা সব হারিয়েছে।

শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলেন, একমাসে চার লাখ ৪০ হাজার রোহিঙ্গা এ দেশে এসেছে। তাদের বেশির ভাগই শারীরিক, মানসিক, যৌন নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নেই যা সহ্য করেনি।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের থাকার জায়গা, পানি, স্যানিটেশন ও খাদ্যের প্রয়োজন। এত অল্প জায়গায় এত বেশি মানুষ বাস করছে, যা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। সবচেয়ে অসহায় অবস্থায় রয়েছে নারী, শিশু ও বৃদ্ধরা।

বিজ্ঞাপন

 

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |