পাঁচ পৌরসভা নির্বাচন উপলক্ষে ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অসন্তুষ্ট প্রার্থীরা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন। পাঁচ জেলার যুগ্ম জেলা ও দায়রা জজকে নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।
আইন অনুযায়ী, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী যেকোনো প্রার্থী ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনের ১৮০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হবে।
এ ছাড়া ট্রাইব্যুনালে বিচারে সন্তুষ্ট না হলে সংক্ষুব্ধ প্রার্থী ট্রাইব্যুনালের রায়ের ৩০ দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আপিল ট্রাইব্যুনাল সেই আবেদনের ১৮০ দিনের মধ্যে আপিল আবেদন নিষ্পত্তি করবেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ জুন কক্সবাজার সদর পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া, বগুড়ার তালোড়া পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা ও নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভায় আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।