ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিলসহ ৪ দাবি শিক্ষার্থীদের

আরটিভি নিউজ

সোমবার, ১৯ জুন ২০২৩ , ০১:৩৫ পিএম


loading/img

রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ডেলিভারির সময় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে তারা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জুন) হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ৪ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো—

বিজ্ঞাপন

১. ভুল চিকিৎসার মাধ্যমে নবজাতক ও আঁখিকে হত্যাকারী ডাক্তার সংযুক্তাসহ জড়িতদের গ্রেপ্তার করতে হবে।
২. সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিল করে পরিচালককে গ্রেপ্তার করতে হবে।
৩. দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে মনিটরিং সেল গঠনের মাধ্যমে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
৪. সেন্ট্রাল হাসপাতাল থেকে আঁখির পরিবারকে ২ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

এ সব দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করা না-হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |