ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য আম উপহার পাঠালেন শেখ হাসিনা

আরটিভি নিউজ

সোমবার, ১০ জুলাই ২০২৩ , ০৬:৫৪ পিএম


loading/img

ভারতের পর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের জন্য আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা উপহার হিসেবে দেড় হাজার কেজি আম পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১০ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রীর উপহারের এ আমগুলো হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হয়েছে জানিয়ে বিবৃতিতে রুহুল আলম সিদ্দিকী বলেন, এ উপহার ভ্রাতৃপ্রতিম দুদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

বিজ্ঞাপন

এর আগে ১২ জুন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২৪০ কার্টুনে এক হাজার ২০০ কেজি হাঁড়িভাঙা জাতের আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান আগং ও প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এ উপহার দেওয়া হয়। ২২ জুন প্রধানমন্ত্রীর পাঠানো কূটনৈতিক উপহার হিসাবে উৎকৃষ্ট মানের দেশীয় এ আম কুয়ালালাম্পুরস্থ বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থাপনায় ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |