ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের ওপর রিভিউ শুনানি ১০ আগস্ট

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ , ০৬:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) এর আবেদনের শুনানি করতে তারিখ ঘোষণা করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ শুনানির দিন ঠিক করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ১০ আগস্ট শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরে যায়। এর চারদিন পর ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়।

বিজ্ঞাপন

এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর নয় আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন। শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ নভেম্বর আপিল করে রাষ্ট্রপক্ষ। ওই আপিল খারিজ করে দেয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ। শুনানি শেষে ২০১৭ সালের ৩ জুলাই এ রায় ঘোষণা করে আদালত।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, দেশের গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় উঠে আসে ৯০৮ পৃষ্ঠার রায়ে।

ওই সময়েই আপিল বিভাগের এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ছয় বছর পর আজ সেই রিভিউ আবেদনের শুনানির জন্য দিন ঠিক করেন আপিল বিভাগ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |