ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আদালত প্রাঙ্গণে অঝোরে কেঁদে যা বললেন মান্নার স্ত্রী (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ আগস্ট ২০২৩ , ০৭:১৯ পিএম


বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিলেন চিত্রনায়ক মান্না। সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, চিকিৎসকদের অবহেলায় প্রাণ হারিয়েছেন এ নায়ক।  

বিজ্ঞাপন

মান্নার অবহেলাজনিত মৃত্যুতে দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী শেলী মান্না।

রোববার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন

শেলী মান্না বলেন, চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছি। এখনও নিষ্পত্তি হয়নি। সে সময় ডাক্তারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও ইস্যু হয়েছিল। পুলিশের তদন্তে চিকিৎসকদের অবহেলার প্রমাণও মেলে। আমি মান্না হত্যার বিচার চাই। মান্না হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে নায়কের মৃত্যুর ১৩ বছর পার হলেও মামলার নিষ্পত্তি হয়নি। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে এ মামলার কার্যক্রমও রয়েছে স্থগিত।

মান্না মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিজ্ঞাপন

১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে পা রাখেন। ওই বছরই মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তওবা’। এরপর প্রায় সাড়ে ৩০০ ছবিতে অভিনয় করেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |