ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সব জেলায় ডেঙ্গু ছড়িয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

সোমবার, ০৭ আগস্ট ২০২৩ , ০৬:০৪ পিএম


loading/img
ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সব জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তাই শুধু ঢাকা নয়, সারাদেশেই এডিস মশা নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু প্রতিটি জেলায় আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। তার মানে সব জেলায় এডিস মশা আছে। কাজেই এখন সারাদেশে মশা নিধন কার্যক্রমটা হওয়া উচিত। শুধুমাত্র এই মৌসুমে নয়, সারাবছরই মশা নিধন কার্যক্রমটা চলমান থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ কারও একার পক্ষে সম্ভব না। আমাদের সবাইকে এ বিষয়ে কাজ করতে হবে।

জাহিদ মালেক বলেন, সারাদেশে আমরা ডেঙ্গুর চিকিৎসা দিয়ে যাচ্ছি। পাশাপাশি ডেঙ্গু কোথা থেকে আসে, কীভাবে প্রতিহত করা যায়─ এ বিষয়গুলো জনগণকে জানাচ্ছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |