পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান ড. বনজ কুমার মজুমদার বলেছেন, বর্তমান ডিজিটাল জগৎ শৈশব-কৈশোরের কর্মকাণ্ড কেড়ে নিয়েছে।
শনিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হাজারীবাগ পার্ক সংলগ্ন মডার্ন ক্লাবে আন্তর্জাতিক যুব দিবসের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. বনজ কুমার মজুমদার বলেন, বর্তমান যুবসমাজের কাছ থেকে শৈশব ও কৈশোরের ২০ বছর আগের কর্মকাণ্ড হারিয়ে গেছে। সেখানে জায়গা নিয়েছে ডিজিটাল জগৎ। আর এ জগৎ মানুষের সুখ কেড়ে নিয়েছে।
তিনি বলেন, আগামী দশ থেকে বিশ বছর পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা আমরা জানি না। ডিজিটালের সঙ্গে এনালগ অবশ্যই থাকতে হবে। তা না হলে আমরা অতীতের স্মৃতি ধরে রাখতে পারব না।
পিবিআই প্রধান বলেন, ঢাকাবাসী অতীতকে ধরে রাখার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আমি ঢাকাবাসী সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
ঢাকাবাসী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘের তথ্যকেন্দ্রের (ইউনিক) সাবেক ন্যাশনাল ইনফরমেশন অফিসার ড. মো. মনিরুজ্জামান, বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফসহ হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ মু. আহাদ আলী এবং পর্তুগালে বিশ্ব যুব উৎসবে অংশগ্রহণকারী যুব প্রতিনিধি শাহিন পারভিন প্রমুখ।