ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে মৃত্যু 

আরটিভি নিউজ

সোমবার, ১৪ আগস্ট ২০২৩ , ০২:৫৯ এএম


loading/img
ফাইল ছবি

সারাদেশেই মহামারি আকারে ছড়াচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বিভিন্ন জেলায় ডেঙ্গু ছড়িয়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই। ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে মৃত্যু। 

বিজ্ঞাপন

ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ রোগী রেকর্ডেরও দ্বারপ্রান্তে দেশ।

এদিকে ডেঙ্গুর লার্ভার জন্ম ও মশার কামড়ানোর ধরনে পরিবর্তন এসেছে। তাই জ্বর দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ বিশেষজ্ঞদের। আগস্ট মাসের মধ্যে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. সানয়া তাহমিনা পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে বলেন, মুগদা হাসপাতাল রোগী নেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ তারা আর পারছে না। প্রাইভেট হাসপাতালগুলোতেও আসন খালি নেই। প্রাইভেট ক্লিনিকে যদি খুব খারাপ অবস্থায় রোগী যাচ্ছে তাদের ভর্তি নেওয়া হচ্ছে না। সেজন্য ঢাকা মেডিকেল ও মুগদা হাসপাতালে বেশি মৃত্যু।

তিনি বলেন, এই নগরীতে এখন এমন কোন জায়গা নেই, যেখানে কন্টেইনার নেই। গণপরিবহন, হাসপাতাল, ফ্ল্যাট, পুলিশের থানায়, ডাম্পিং স্টেশনে প্রচুর মশার লার্ভা পাওয়া যায়। কিন্তু সেগুলো পরিষ্কারে উদ্যোগে নেওয়া হয় না।

তিনি আরও বলেন আগস্টের মধ্যে এক লাখের ওপরে কেস (মোট ডেঙ্গু রোগী) হয়ে যাবে। এই কথা যদি এখন বলা হয়- কালকেই পত্রিকায় বিরাট বিরাট করে বের হবে আমরা এখন ডেঙ্গু মহামারিতে আছি। সেটার জন্য অনেক রকম সমস্যা হতে পারে। তাই সরাসরি তা বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন আগস্টে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আর পরিসংখ্যান সেদিকেই হাঁটছে। আগস্টের ১৩ দিনেই হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৫৭৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে আড়াই হাজার রোগী ভর্তি হচ্ছেন । আর সেই হিসাবে আগামী পাঁচ দিনেই হয়তো জুলাইকে ছাড়িয়ে যাবে আগস্ট।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে। একই সময়ে আরও ২ হাজার ৯০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ।

অপরদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার ৪২ হাজার ৭৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৭৬৪ জন। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। আর এই বছর এখন পর্যন্ত পাওয়া গেছে ৮৫ হাজার ৪১১ জন।

 

গেলো বছর জুলাইয়ে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ১ হাজার ৫৭১ জন। আর এই বছর ৪৩ হাজার ৮৫৪ জন। এবার জুলাইয়ে রোগী বেশি, প্রায় ২৮ গুণ।

গত সাত দিনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ৭ আগস্ট ২ হাজার ৭৫১ জন, ৮ আগস্ট ২ হাজার ৭৪২ জন, ৯ আগস্ট ২ হাজার ৮৪৪ জন, ১০ আগস্ট ২ হাজার ৯৫৯ জন, ১১ আগস্ট ২ হাজার ৪৬ জন, ১২ আগস্ট ২ হাজার ৪৩২ জন এবং ১৩ আগস্ট ২ হাজার ৯০৫ জন রোগী ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

এর আগে আগস্টের ছয় দিনে রোগী ভর্তি হয়েছিলেন ১৪ হাজার ৬০০ জন। অর্থাৎ আগস্টে প্রতিদিন ২ হাজার ৫৮৩ জন গড়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে।

দেশে ডেঙ্গু পরিস্থিতি বলছে, মৃত্যুর পরিসংখ্যানও ছাড়িয়ে গেছে অতীতের রেকর্ড। ২০১৯ সালে ডেঙ্গুতে মৃত্যু ছিল সর্বাধিক ১৭৯ জন। সেই রেকর্ড ভেঙে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৩৯৮ জন।

এরমধ্যে জুলাইয়ে মৃত্যু ছিল ২০৪ জন এবং আগস্টে ১৪৭ জন। বাকি ৪৭ মৃত্যু ছিল জানুয়ারি থেকে জুনের মধ্যবর্তী সময়ে।

আগস্টের পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮৭ জন। এরমধ্যে ঢাকা সিটির ৩০০ জন এবং ঢাকা সিটির বাইরের ৮৭ জন।

এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছাড়া ৭২ হাজার ২৮৯ জনের মধ্যে ঢাকার ৩৬ হাজার ৯৮১ এবং ঢাকার বাইরের ৩৫ হাজার ৩০৮ জন।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে যেভাবে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে, তাকে ২০১৯ সালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ইতোমধ্যে অতীতের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন সর্বোচ্চ আক্রান্ত রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছে দেশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |