ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান

আরটিভি নিউজ

সোমবার, ২১ আগস্ট ২০২৩ , ০৭:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম–মুক্তিযুদ্ধ ‘৭১। 

বিজ্ঞাপন

রোববার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংগঠনের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুর পর মুক্তিযুদ্ধের পরাজিত গোষ্ঠী এবং তাদের দেশি-বিদেশি পৃষ্ঠপোষকেরা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত হয়েছে এবং সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মত্যাগে সৃষ্ট বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এমনকি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করছে এবং তাদের নিয়োগকৃত বিদেশি লবিষ্ট ফার্ম ও ব্যক্তির মাধ্যমে ঐতিহাসিক যুদ্ধাপরাধ বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আরও দুর্ভাগ্যজনক যে, কতিপয় বিদেশি মানবাধিকার সংস্থা এই মিথ্যাচার রচনায় বিশেষ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

‌‘এমনকি তারা বীর মুক্তিযোদ্ধেদের বিচারের সম্মুখীন করার মতো চরম ঔদ্ধত্যপূর্ণ উচ্চারণ করছে, যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আক্রমণ। তাই বাংলাদেশের সকল দলমতের মানুষের কাছে আহ্বান জানাই, তারা যেন স্বাধীনতাবিরোধীদের মিথ্যাচার প্রত্যাখান করেন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির হয়ে সকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হন।’

বিবৃতিদাতারা হলেন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি মো. নুরুল আলম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি ডা. সারওয়ার আলী, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক মাহফুজা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, অধ্যাপক ডা. আমজাদ হোসেন, সংগঠনের মহাসচিব হারুন হাবীব, অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), আব্দুল মাবুদ, শাহজাহান মৃধা বেনু, অধ্যাপক মনসুর আহমেদ, সাবেক রাষ্ট্রদূত কামালউদ্দিন, লায়লা হাসান প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |