ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনে ৭৫ শিক্ষার্থী ভর্তিতে বাধা নেই

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ , ১২:০৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আদেশে উল্লেখ করা হয়, আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারত। এখন ৭৫ জন ভর্তি হতে পারবে। আর সরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ১০০ জন শিক্ষার্থী ভর্তি করবে।

বিজ্ঞাপন

এ ছাড়া রায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই আইন বিভাগে ৫০ জনের অধিক ভর্তিকৃত শিক্ষার্থী প্রতি ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। এ জরিমানার টাকার ৮০ শতাংশ বাংলাদেশ বার কাউন্সিলকে ও ২০ শতাংশ সুপ্রিম কোর্টের ডে কেয়ার সেন্টারকে দিতে বলা হয়েছে। 

 

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জরিমানার টাকা পরিশোধ করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অতিরিক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের রিভিউ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন।

আইনজীবী আহসানুল করিম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৭ সাল থেকে আপিল বিভাগের এই আদেশ কার্যকর হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |