ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় রিজভী-সোহেলের বিচার শুরু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ , ০২:৩৭ পিএম


loading/img

পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।

মামলার অন্য আসামিরা হলেন বিএনপি কর্মী আবদুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু ও আলফাস এলাইস আব্বাস।  

বিজ্ঞাপন

রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধের মধ্যে রাজধানীর মৎস্য ভবনের সামনের রাস্তায় পুলিশ ভ্যানে পেট্রোলবোমা ছোড়া হলে আহত হন কনস্টেবল শামীম। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ওই ঘটনায় রমনা থানার উপপরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে মামলা করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |