জ্বর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ও বিএসএমএমইউয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসএমএমইউয়ের এক কর্মকর্তা বলেছেন, ইসি রাশেদা সুলতানা হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে জ্বর রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।
এদিকে অসুস্থতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহাবুব হোসেন।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অসুস্থতাবোধ করায় বিএসএমএমইউতে নিয়ে আসা হয় মাহাবুব হোসেনকে। বিএসএমএমইউর ৪১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি।