ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঈদে মিলাদুন্নবি

টানা ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আরটিভি নিউজ

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ০৫:১৪ পিএম


loading/img

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সরকারি ছুটি। এর পরের দুদিন ২৯ ও ৩০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে বৃহস্পতি, শুক্র ও শনিবার  টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হামিদ জমাদ্দার।

সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে ১৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আর আগামী ১৭ সেপ্টেম্বর (রোববার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হবে।

এর ফলে বৃহস্পতি, শুক্র ও শনিবার একটানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রায় ১৪শ’ বছর আগে ১২ রবিউল আউয়াল বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই তারিখে তিনি ইন্তেকাল করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |