ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

কাকরাইলে বাসে আগুন দেয় 'পুলিশের ভেস্ট' পরা ২ যুবক

আরটিভি নিউজ

রোববার, ২৯ অক্টোবর ২০২৩ , ০২:০১ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর কাকরাইলে বাসে আগুন দেওয়া দুই যুবক পুলিশের ভেস্ট পরিহিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ আক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের ভেস্ট পরে মোটরসাইকেলে আসা দুই যুবক ঢাকা-কুমিল্লা রুটের এশিয়ান পরিবহনের বাসটিতে আগুন দেন।

গণমাধ্যমে এমন তথ্য দিলেন বাস চালক মনির হোসেন। তিনি বলেন, বাসটি রিকুইজিশন নিয়েছিল পুলিশ। বিকেল ৫টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে কাকরাইল আসি। পুলিশ নেমে যাওয়ার পর দুজন এসে বাসে আগুন ধরিয়ে দেন।

বিজ্ঞাপন

বাসটি যেখানে দাঁড় করানো ছিল তার সামনে ও পেছনে পুলিশের দুটি চেকপোস্ট ছিল। বাসের আগুন থেকে ওপরে থাকা বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।

জানা যায়, এরপর ফায়ার সার্ভিস সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আশেপাশের ভবন থেকে অগ্নি নির্বাপক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।

বাসের কর্মচারী কামরুল ইসলাম পলাশ বলেন, বাসের ভেতরে তিনজন ছিলাম। এসময় দুই যুবক একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে এবং অকটেন ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা তাদেরকে থামানোর চেষ্টা করি। কিন্তু ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |