ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

রেলে দুর্নীতির কোনো ‘কালো বিড়াল’ থাকবে না : রেলমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ , ১০:৩৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলে দুর্নীতির কোনো ‘কালো বিড়াল’ থাকবে না। চেষ্টা করব রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে।  

বিজ্ঞাপন

বুধবার (১৭ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের নিজ দপ্তরে একটি গণমাধ্যমকে এসব কথা বলেন নবনিযুক্ত এ মন্ত্রী।

মন্ত্রী বলেন, আমরা সবাই দেশকে ভালোবাসি। সবার আন্তরিকতায় রেলকে এগিয়ে নিতে হবে। চেষ্টা করব রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী যদি চান, তাহলে রেলকে লাভজনক করতে সমস্যা হওয়ার কথা নয়। রেল একটি প্রাচীন প্রতিষ্ঠান। নতুন লাইন, ট্রেন, সেতু, অবকাঠামো উন্নয়ন চলমান। এখন সবাই মিলে চেষ্টা করতে হবে রেলে যেন লস (লোকসান) না হয়। প্রধানমন্ত্রীও রেলকে এগিয়ে নিতে চান।

বিজ্ঞাপন


রেলমন্ত্রী আরও বলেন, আমার কাজ হলো প্রধানমন্ত্রীর এই ইচ্ছা পূরণ করা। প্রধানমন্ত্রী সব জেলায় রেলকে নিয়ে যেতে চান। বাংলাদেশ রেলওয়ে ও রেল মন্ত্রণালয়ের সবার প্রতি আবেদন থাকবে সবাই মিলে চেষ্টা করলে রেল দুর্নীতি মুক্ত হবে। রেলের বহুল আলোচিত কালো বিড়াল দূর করতে সব উদ্যোগ নেওয়া হবে।

রেলের বেদখল  জমি উদ্ধারের বিষয়ে মন্ত্রী বলেন, দখল হওয়া জমি উদ্ধারে সব জায়গায় শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেশন ওভারকাম করতে হবে। এ জন্য আন্তরিকভাবে কাজ করব।

দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নিয়েই আমি রেলের সবার সঙ্গে বৈঠক করেছি। প্রথম দিনেই বার্তা দিয়েছি দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। দুর্নীতির মূল উৎপাটন করতে হবে। মূল কথা হলো দুর্নীতি করলে কোনো ছাড় নয়, এটিই বড় বার্তা। 

বিজ্ঞাপন

এ সময় ট্রেনের টিকিট সংকটের  রেলমন্ত্রী বলেন, উন্নত টিকিটিং ব্যবস্থা যদি থাকে, সে বিষয়টি বাস্তবায়নের চিন্তা করব। যদিও ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি। সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয় না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |