• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইজিবাইক চালক হত্যা, কারাগারে সাবেক রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ২২:১৩
ইজিবাইক চালক হত্যা, সাবেক রেলমন্ত্রীকে কারাগারে প্রেরণ
ছবি: আরটিভি

সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনকে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় আদালতে হাজির করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো. আশরাফুজ্জামান এ আদেশ দেন।

শনিবার রাতে সাবেক এ মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়।

আদালত সূত্রে জানায়, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হন আল আমিন। এ ঘটনায় ১০ নভেম্বর আল আমিনের বাবা মো. মনু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনকে প্রধান আসামি করে হত্যা ও গুমের মামলা করেন।

মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, একই আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারী, পঞ্চগড় পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, হাসনাত মো. হামিদুর রহমান, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জলসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন আল আমিন। তাকে গুম করে হত্যা করা হয়েছে। এই মামলার প্রধান আসামিকে আদালতে তোলা হলে আমরা আসামির জামিন আবেদনের বিরোধিতা করেছি। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শিগগির তাকে রিমান্ডের আবেদন করা হবে।

তবে আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে এজাহারে প্রধান আসামি করা হয়েছে। উনাকে আদালতে তোলার পর জামিনের জন্য আবেদন করা হয়েছিল। আদালত তার জামিন না মঞ্জুর করেছেন। তবে আদালত তার ডিভিশন মঞ্জুর করেছেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীসহ ২ এমপির নামে গুমের মামলা 
অটোরিকশাচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড