নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে ৫টি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (৩১ জানুয়ারি) বিকালে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর পরিদর্শন ও জেলা চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেছেন, ‘নিত্যপণ্যের দাম কমানো আমাদের নির্বাচনি ওয়াদা ছিল। এই কারণে চালসহ সব পণ্যের দাম কমাতে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে খাদ্য, প্রাণিসম্পদ, কৃষি, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।’
বাজারে অস্থিতিশীল পরিস্থিতির জন্য করপোরেট ব্যবসায়ীদের দায়ী করে তিনি বলেন, ‘কর্পোরেট ব্যবসায়ীরা সুপার শপে দাম বাড়িয়ে দিচ্ছে। এতে নিম্ন পর্যায়ের খুচরা বাজারেও দাম বেড়ে যাচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতে ও অতি মুনাফার লোভে কিছু মানুষ এটা করছে।’
এরপর চালের বাজার মনিটরিং প্রসঙ্গে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘সারা দেশেই অভিযান চলছে। যে দাম বেঁধে দেওয়া হয়েছে সেটাই থাকবে। সেটা বাস্তবায়নে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যারা প্রতিযোগিতা করে চালের দাম বাড়াচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে, জেল জরিমানা করা হচ্ছে। প্রয়োজনে এদের মিলের লাইসেন্স বাতিল করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’