ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতা ইশরাক ও সালামের আগাম জামিন

আরটিভি নিউজ

রোববার, ০৩ মার্চ ২০২৪ , ০৪:৫৩ পিএম


loading/img
ফাইল ছবি

নাশকতার পৃথক মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক ও আব্দুস সালাম।

বিজ্ঞাপন

রোববার (৩ মার্চ) বিকেলে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আব্দুস সালামের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, গত ২৮ অক্টোবরকে কেন্দ্র করে খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালামের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার মামলা করা হয়। এরমধ্যে ১২টি মামলার আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া একই ঘটনাকে কেন্দ্র করে হওয়া আরও একটি মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এর আগে, গত ২৯ ফেব্রুয়ারি পৃথক ১২টি মামলায় জামিন পেয়েছিলেন ইশরাক হোসেন।

এ নিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম ও ইশরাক হোসেন সবকয়টি মামলায় আগাম জামিন পেলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |