ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পি কে হালদারের বান্ধবীর জামিন

আরটিভি নিউজ

সোমবার, ০৪ মার্চ ২০২৪ , ১২:১৮ পিএম


loading/img
ফাইল ছবি

অর্থ পাচারের মামলায় পি কে হালদারের বান্ধবী চার বছরের সাজাপ্রাপ্ত অবন্তিকা বড়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সোমবার (৪ মার্চ) বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন।

এখন অবন্তিকার জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল করবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশীদ আলম খান।

বিজ্ঞাপন

৪২৫ কোটি ৭৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তা পাচারের মামলায় গত বছরের ৮ অক্টোবর গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতে-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। রায়ে পিকে হালদার ছাড়াও ১৩ আসামিকে দুই মামলায় তিন ও চার বছর করে মোট সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডিতদের মধ্যে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। এর মধ্যে অবন্তিকা বড়াল পি কে হালদারের বান্ধবি বলে জানা যায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |