ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

বিবিএসের জরিপ

কমেছে গড় আয়ু, বেড়েছে মৃত্যু

আরটিভি নিউজ

রোববার, ২৪ মার্চ ২০২৪ , ০৬:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে। বেড়েছে মৃত্যুহার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

রোববার (২৪ মার্চ) ‘বাংলাদেশে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ শিরোনামের এ প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ফলাফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ সংক্রান্ত জরিপ প্রতিবেদন বলছে, ২০২৩ সালে প্রত্যাশিত গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৩ মাস, যা আগের বছর ছিল ৭২ বছর ৪ মাস।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, স্থুল মৃত্যু হার বেড়েছে দেশে। প্রতি হাজার জনে এ হার এখন ৬ দশমিক ১ জন, যা আগের বছর ছিল ৫ দশমিক ৮ জন। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে  চলতি বছরের জুনে।

রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে  প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |