নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা সবটাতেই সন্তুষ্ট।
সোমবার (২০ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ইসি মো. আলমগীর বলেন, ভোটাররা ভোট দিতে ইচ্ছুক। আমাদের যে প্রথম ধাপের নির্বাচন হলো ওদিন সকালে বৃষ্টি ছিল, ধান কাটা ছিল, একটি দল নির্বাচনে অংশ নেয়নি। এই তিনটা কারণ তো আছেই।
নির্বাচন কমিশনার বলেন, আরও অন্যান্য কারণ আছে হয়তো, সেগুলো আমরা জানি না। আবার স্থানীয় নির্বাচনে অনেকেই কর্মস্থল থেকে এসে ভোট দিতে চান না। এটাও একটা কারণ।
তিনি বলেন, ভোটার হার কম হওয়ার জন্য দায়ী কমিশনও না, অন্য কেউও না। কারণ হলো যে বিভিন্ন কারণে ভোটাররা ভোট দিতে চান না। কেমন কাস্টিং হতে পারে- ভোটের দিন কেমন আবহাওয়া থাকবে, প্রার্থীর জনপ্রিয়তা কেমন এসবের ওপর নির্ভর করবে কত শতাংশ ভোট পড়বে।
ইসি আরও বলেন, আগের নির্বাচন যেহেতু শান্তিপূর্ণ হয়েছে, তাই দ্বিতীয় ধাপের নির্বাচনেও ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে।