ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপিত

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০২ ডিসেম্বর ২০১৭ , ০৭:৫৬ পিএম


loading/img

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বমানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে (১২ রবিউল আওয়াল, শনিবার) দেশের মুসলিম সম্প্রদায় ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন করে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আজ (শনিবার) বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এক মিলাদ মাহফিলের আয়োজন করেন।

বিজ্ঞাপন

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকগণ, সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

মিলাদ মাহফিলের পর মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবীর।

বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং সারাবিশ্বের মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য বজায় রাখার জন্য দোয়া করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন করে।

কর্মসূচির মধ্যে রয়েছে, মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, ধর্মীয় শোভাযাত্রা, সেমিনার, মিলাদ মাহফিল ও মোনাজাত।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |