ঘূর্ণিঝড় রেমালে সারাদেশে সাত হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
রোববার (২৩ জুন) জাতীয় সংসদে এমপি এস এম আতাউল হকের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ২০ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৮১৭ জন। মোট ক্ষতির পরিমাণ ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকা।
তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় ত্রাণ কাজে নগদে পাঁচ কোটি ৭৫ লাখ টাকা, চাল পাঁচ হাজার ৫০০ টন, শুকনা ও অন্যান্য খাবার ১১ হাজার ৫০০ বস্তা-ব্যাগ দেওয়া হয়েছে।
এ ছাড়া শিশু খাদ্য দুই কোটি ৪৫ লাখ টাকা, গো-খাদ্য দুই কোটি ৪৫ লাখ টাকা, ঢেউটিন ৩০০ বান্ডিল এবং গৃহ মঞ্জুরি বাবদ ৯ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলেও জানান মহিববুর রহমান।