ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সব হাসপাতালে অ্যাম্বুলেন্সের ঘাটতি কমানোর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

আরটিভি নিউজ

বুধবার, ২৬ জুন ২০২৪ , ১২:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রাতারাতি না পারলেও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করব। এ খাতকে আরও উন্নত করার জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে অ্যাম্বুলেন্সের ঘাটতিও কমানো হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ জুন) ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস, ঢাকা-১০-এর সংসদ সদস্য ফেরদৌস আহমেদসহ অনেকে। ‘শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, দেশের আরবান হাসপাতালগুলোতে যদি ব্লাড প্রেশার ও ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা রাখা যায়, তাহলে বড় বড় রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিজ্ঞাপন

ডেঙ্গু একটি আতঙ্কের নাম মন্তব্য করে ডা. সামন্ত লাল সেন বলেন, এর চিকিৎসার জন্য দেশের প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবুও ডেঙ্গু বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |