ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ঢাবি সিনেটে বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি

আরটিভি নিউজ

বুধবার, ২৬ জুন ২০২৪ , ১১:৫৫ পিএম


loading/img

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি বাতিলের দাবি জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বার্ষিক অধিবেশনে এ দাবি তোলা হয়।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি থেকে সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেনজীর আহমেদকে দেওয়া ডিবিএ ডিগ্রি বাতিলের দাবি জানান।

বিজ্ঞাপন

এরপর সাদা দলের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়েদুল ইসলাম একই দাবি করেন।

এর আগে একটি জাতীয় দৈনিকে খবর প্রচার হয় বেনজীর আহমেদের ডিগ্রি গ্রহণে অনিয়ম নিয়ে। সেখানে দেখা যায়, বেনজীর আহমেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না। ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়, শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হয়। বেনজীরের তা ছিল না, তবু ডক্টরেট ডিগ্রি পান তিনি।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |