ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

প্রকল্প শেষে সরকারি গাড়ি দ্রুত ফেরতের সুপারিশ

আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুলাই ২০২৪ , ১২:৪৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

উন্নয়ন প্রকল্প শেষে যেসব প্রকল্প থেকে সরকারি যানবাহন অধিদপ্তরে গাড়ি ফেরত দেওয়া হয়নি তাদের পত্র দিয়ে সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি একই সঙ্গে এসব গাড়ি দ্রুত ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে

বিজ্ঞাপন

মঙ্গলবার ( জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে সুপারিশ করা হয়

কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে সদস্য জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, নূর--আলম চৌধুরী, . বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহা. আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশগ্রহণ করেন

বিজ্ঞাপন

এদিন দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয় এছাড়া বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনসহ সরকারি যানবাহন অধিদপ্তর সরকারি কর্মচারী হাসপাতালের কার্যক্রম বিস্তারিত উপস্থাপন করা হয়

কমিটি মুদ্রণ প্রকাশনা অধিদপ্তরের অভ্যন্তরীণ ভূমিতে প্রেস, অফিস ভবন, আবাসিক ভবন এবং অন্য সব ধরনের স্থাপনা অন্তর্ভুক্ত করে যে মাস্টার প্ল্যান করা হয়েছে সেটা যথাযথভাবে সম্পন্ন করে বাস্তবায়ন করার সুপারিশ করে

বৈঠকে মুদ্রণ প্রকাশনা অধিদপ্তর থেকে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগেকে বিনামূল্যে যে মুদ্রণ সেবা প্রদান করা হয় তার আর্থিক মূল্য নিরূপণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে অবহিত করার সুপারিশ করা হয়

বিজ্ঞাপন

বৈঠকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ক্যটাগরিতে শূন্যপদ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় পাশাপাশি এসব শূন্যপদ পূরণের করাসহ বিশেষ প্রয়োজন ব্যতীত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সব ধরনের ডেপুটেশন বন্ধ করার সুপারিশ করা হয়

সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানসহ মন্ত্রণালয় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |