ঢাকা

শাহবাগে ৪ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪ , ০৬:২৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সারাদেশের হিন্দু সমাজ। এ সময় নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর শাহবাগ ও আশপাশের এলাকা থেকে মানুষজন এসে সেখানে ভিড় জমান। এ সময় আন্দোলনকারী ৪ দফা দাবি জানান।

তাদের দাবিগুলো হলো-

বিজ্ঞাপন

১. সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, ২. সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, ৩. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, ৪. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

পল্লব কুমার নামে আরেক আন্দোলনকারী বলেন, আমরা আমাদের বাসভবন ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷ অতিদ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক৷

আন্দোলনে অংশ নেওয়া নয়ন চক্রবর্তী বলেন, আমরা আমাদের নিরাপত্তা চাই। জামায়াত বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |