আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম সপ্তাহে তিন দিন চলবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ আগস্ট) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর সোয়া ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
বিজ্ঞাপন
এদিকে, ঢাকার আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার লোহার খাঁচা সরানো হয়েছে। আদালত–সংশ্লিষ্ট সূত্র বলছে, উচ্চপর্যায় থেকে লোহার খাঁচা সরিয়ে ফেলার নির্দেশনা পাওয়ার পর শুক্রবার দুপুরের পর থেকে ঢাকার সিএমএম আদালতের কক্ষ থেকে লোহার খাঁচা সরানো হয়।