ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ , ০৯:০৪ পিএম


loading/img
সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল এবং তাদের কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে পরবর্তী ৩০ দিনের জন্য এসব অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দিয়েছে বিএফআইইউ।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্য এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের নামে কোনো লকার সুবিধা থাকলে তা রহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল এবং তাদের দুই কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |