ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

‘তিন কোটি টাকায় ডিসি’, সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ০৬:২০ পিএম


loading/img
ফাইল ছবি

‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ইস্যুতে তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

বিজ্ঞাপন

কমিটির কার্যপরিধিতে বলা হয়, এ কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবেন।

তদন্তের স্বার্থে কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. লিয়াকত আলী সেখ।

আরটিভি/এসএইচএম/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |