ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আজ থেকে শাহজালাল বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ , ১০:১৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকা আজ থেকে ‘সাইলেন্ট জোন’ বা ‘নীরব এলাকা’ হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

রোববার (১ অক্টোবর) সকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় জানান, সাইলেন্ট জোন হবে বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত। 

এর আগে, রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই ঘোষণা দিয়েছিল।

বিজ্ঞাপন

বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬-এর বিধি-৪-এর সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আরটিভি/এফআই-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |