ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

টাকা ফেরতের আশ্বাসে প্রতারণা, ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা জারি

আরটিভি নিউজ

রোববার, ২০ অক্টোবর ২০২৪ , ০৬:০২ পিএম


loading/img
ফাইল ছবি

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ফোন করে টাকা ফেরতের আশ্বাস দিয়ে হাজি, হজযাত্রী ও এজেন্সি মালিকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। এই চক্রের সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রোববার (২০ অক্টোবর) জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেছে একটি চক্র। টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে হজযাত্রী, হাজী, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাচ্ছে ওই চক্রের সদস্যরা।

এতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় থেকে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের জন্য ফেরতকৃত অর্থ (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) বা চেকের মাধ্যমে পাঠানো হয়। এজন্য কোনও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না। গত ৯ অক্টোবর ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

টাকা ফেরতের কথা বলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হলে না দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ধরনের ফোন এলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম-টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |