ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আ.লীগের বিরুদ্ধে ২টি রিট নিয়ে যা বললেন হাসনাত ও সারজিস 

আরটিভি নিউজ

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ , ০১:৫৫ পিএম


loading/img

আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচন ও দলটির রাজনৈতিক কার্যক্রম সীমাবদ্ধ করা বিষয়ে হাইকোর্টে করা দুটি রিটের বিষয় স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

বিজ্ঞাপন

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে তারা দুজন একই পোস্ট করে বিষয়টি স্পষ্ট করেন।   

পোস্টে তারা লিখেছেন, ‌‘২টি রিট করেছি। ১. আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়ে। এ ছাড়া দ্বিতীয় রিট, এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সকল একটিভিটি থেকে বিরত রাখা হবে না, সে বিষয়ে।’

বিজ্ঞাপন

এ ছাড়াও তারা স্পষ্ট করেন দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |