ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ১৯ জানুয়ারি

আরটিভি নিউজ

রোববার, ০১ ডিসেম্বর ২০২৪ , ০৯:৫৩ এএম


loading/img
ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি ধার্য করেছেন।

এর আগে, এদিন সকালে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ১ মাস সময় চেয়ে আবেদন করেন। এ সময় জামায়াতও এই বিষয়ে আদালতে আবেদন করেন।

বিজ্ঞাপন

পরে আপিল বিভাগ শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেন এবং ওইদিন সময় চাইলেও আর দেওয়া হবে না বলে জানানো হয়।

এদিকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে গত অক্টোবর মাসে পৃথক রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

উল্লেখ্য, ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে পরবর্তী দশম ও এগারোতম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলেও মত দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আদালত। 

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |