ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি মামুন

আরটিভি নিউজ

রোববার, ০১ ডিসেম্বর ২০২৪ , ০৬:১১ পিএম


loading/img
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন এলাকায় ফজলুল করিম নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক  চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৩ সেপ্টেম্বর সাবেক এ আইজিপিকে গ্রেপ্তার করা হয়। এরপর কয়েকটি মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে পুনরায় ৭ মামলায় ৪৩ দিনের রিমান্ড দেওয়া হয় তাকে। এরপর ফের এ মামলায় তাকে তিন দিনের রিমান্ড দেন আদালত।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম। ওইদিন বিকেল সাড়ে ৪টায় গুলিবিদ্ধ হন ফজলুলসহ আরও অনেকে। রাত ৯টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২১ আগস্ট নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল (৪৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চৌধুরী মামুন ৬ নম্বর এজাহারনামীয় আসামি।

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |