ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হজযাত্রীর টাকা ব্যাংকগুলোকে বিনিয়োগ না করতে মন্ত্রণালয়ের নির্দেশ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ০৫:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

হজযাত্রীদের জমাকৃত টাকা বিনিয়োগ না করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক যেসব আমানতকারী ব্যাংকে অর্থ আমানত রেখেছে বা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছে এবং বর্তমানে ওই অর্থ হজে যাওয়ার জন্য উত্তোলন করতে চাচ্ছে, তাদের অর্থ উত্তোলনে যেন কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়।

বিজ্ঞাপন

ব্যাংকগুলোর উদ্দেশ্যে চিঠিতে আরও বলা হয়, ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিগুলোর হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব নম্বর রয়েছে। এই ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইনস টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেওয়া হচ্ছে। উল্লিখিত হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০ শতাংশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ করা হলো।

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |